জীবননগর পৌরসভায় তিনটি নির্মাণ কাজের ফলক উন্মোচন

জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভায় প্রায় দু কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৩টি প্রকল্পের নির্মাণ কাজের ফলক উন্মোচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌর মেয়র হাজি মো. নোয়াব আলী আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন।

ফলক উন্মোচনকালে প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক সাংবাদিক মুন্সী মাবুবুর রহমান বাবু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, পৌর প্যানেল মেয়র মশিউর রহমান, কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম, সামসুজ্জামান হান্নু, আফতাব উদ্দিন, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী হাজি মো. জাকাউল্লাহ ও মেসার্স চৌধুরী এন্টার প্রাইজের স্বত্বাধিকারী আছিফুদ্দৌলা, আব্দুস সালাম ভূট্টো প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

গুরত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ১ কোটি ৬০ লাখ ১৬ হাজার ৪৯৯ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জীবননগর পৌরসভাধীন হাসপাতাল গেট হতে আঁশতলাপাড়া ও আঁশতলাপাড়া হতে হাইস্কুলপাড়া মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণ কাজে ৪৪ লাখ ৩৬ হাজার ৪১৯ টাকা, দত্তনগর রোডে শাপলাকলিপাড়া পর্যন্ত ড্রেন নির্মাণ কাজে ৪৮ লাখ ৭৭ হাজার ৮০৬ টাকা ও লক্ষ্মীপুর হতে ভৈরব নদ পর্যন্ত ড্রেন নির্মাণ কাজে ৬৭ লাখ ২ হাজার ২৭৪ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।