কোটচাঁদপুর আসাননগর কুল্যাগাছা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ স্থগিত

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরের আসাননগর কুল্যাগাছা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আবারও লঙ্কাকাণ্ড ঘটতে চলেছে। এ বিদ্যালয়ের সভাপতি আব্দুল খালেক কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের প্রার্থীকে নিয়োগ দিতে গেলে এ অবস্থার সৃষ্টি হয়। গত ৪ অক্টোবর ৬ অভিভাবক ও দাতা সদস্যের অভিযোগের ভিত্তিতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন এ নিয়োগ স্থগিত করেন। অভিযোগ রয়েছে, সভাপতি আব্দুল খালেক এ প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়ার পর থেকে নিজ খেয়ালখুশি মতো শিক্ষক নিয়োগসহ প্রতিষ্ঠানের নানা রকম অর্থনৈতিক কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়েন। এর আগেও এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ দু শিক্ষক নিয়োগের সময় প্রার্থীদের কাছ থেকে ১৭ লাখ টাকা গ্রহণ করার অভিযোগ ওঠে। এ ঘটনায় সভাপতির বিরুদ্ধে ঝিনাইদহ আদালতে তাইজুল ইসলাম নামে এক অভিভাবক সদস্য মামলা করেন। পরবর্তীতে ওই সদস্যকে ভয়ভীতি ও ম্যানেজ করেই মামলা প্রত্যাহার করিয়ে নিয়োগ বৈধ করতে সক্ষম হয়। চরমপন্থীদের পৃষ্টপোষক হিসেবে খ্যাতি পাওয়া আব্দুল খালেক প্রথমে ধর্ম শিক্ষক নিয়োগের সময় নিয়োগ কমিটি ও ম্যানেজিং কমিটির সদস্যদেরকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে সকল কাগজপত্রে স্বাক্ষর নেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক মোস্তাফিজুর রহমান অবসরে গেলে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেন। এখানে ১৪ প্রার্থী আবেদন করেছেন। ১টি পদের বিপরীতে সভাপতি চাকরি দেয়ার আশ্বাস দিয়ে ৩ জন প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেছেন বলেও অভিযোগ। বিষয়টি কমিটির অন্যান্য সদস্যসহ এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়ে পড়ে। একপর্যায়ে এলাকাবাসী ও সুধী মহলের অনুরোধে কমিটির ৬ সদস্য নিয়োগ স্থগিতের জন্য জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ নিয়োগ স্থগিত করেন। এ ব্যাপারে সভাপতির আব্দুল খালেকের সাথে কথা হয়। তিনি লিখিত অভিযোগ দেয়ার বিষয়টি স্বীকার করেন। কোনো প্রার্থীর কাছ থেকে অর্থ নেয়ার কথা অস্বীকার করে আরও বলেন, পরীক্ষা সম্পূর্ণ ফেয়ার করা হবে। যে প্রার্থী পাস করবে তাকেই নিয়োগ দেয়া হবে।