বিপিএল: বরিশালে গেইল : ঢাকায় সাঙ্গাকারা

স্টাফ রিপোর্টার: ইতোমধ্যেই বেশ কজন বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। গতকাল বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসমান ক্রিস গেইলকে নিশ্চিত করেছে বরিশাল। কুমার সাঙ্গাকারাকে নিশ্চিত করেছে ঢাকা ডিনামাইটস। শহিদ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে সিলেট রয়্যালস। তিনি আরো জানান, অলরাউন্ডার শোয়েব মালিককে নিশ্চিত করেছে কুমিল্লা, চট্টগ্রামে খেলবেন তিলকারত্নে দিলশান। দিলশানের লঙ্কান সতীর্থ অলরাউন্ডার থিসারা পেরেরা খেলবেন রংপুর রাইডার্সে।

প্লেয়ার্স বাই চয়েজ’র বাইরে ক্রিকেটারদের দলে নেয়ার সুযোগ দেয়ার বিষয়ে বিপিএলের সদস্য সচিব বলেন, আমাদের টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এ সুযোগটা দিতেই হতো। আফ্রিদি, গেইল, মালিকের মতো ক্রিকেটাররা ৭০ হাজার ডলারে আসতে চাইতো না। এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। সভা করে ঠিক করেছি। ৪-৫ জন ক্রিকেটারকে ৭০ হাজারের বেশিতে নিতে হয়েছে। টুর্নামেন্টের স্বার্থে নিতেই হতো। বেধে দেয়া অঙ্কের বাইরে বেশি পারিশ্রমিকে ক্রিকেটারদের দলে টানার বিষয়ে ইসমাইল হায়দার মল্লিক বলেন, দেখুন এ ক্রিকেটাররা আমাদের তালিকায় থাকলে ৭০ হাজারের বেশি পেতো না। কিন্তু ছয়টি ফ্র্যাঞ্চাইজি যখন ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে, তখন তার দাম বাড়বেই! গেইলকে নিতে যেমন চারটি ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করেছে। সে তো বেশি চাইবেই। আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে বিপিএলের তৃতীয় আসরের। ফাইনাল ১৫ ডিসেম্বর।