কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর বিজিবির সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় নেশার ইনজেকশন উদ্ধার করেছেন। গত মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে মুন্সিপুর বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নায়েব সুবেদার মো. নাজমুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান পীরপুরকুল্লার স্কুলমাঠে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা ইনজেকশন ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ৪৮৫ পিস পাইজেসিক নামক নেশার ইনজেকশন উদ্ধার করে।