ঝিনাইদহ প্রতিনিধি: খাদ্য অধিকার আইন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্র“তি বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ৱ্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে শহরে একটি ৱ্যালি বের হয়। পরে পোস্টঅফিস চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। উন্নয়ন ধারা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, সমন্বয়কারী হায়দার আলী, স্বাধীন কৃষক সংগঠনের সভাপতি রুবায়েত হোসেন মোল্লা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্র“তি খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবি জানান।