ঝিনাইদহের বারবাজারে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের বারবাজারে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। রেলওয়ের ঈশ্বরর্দী ভূ-সম্পত্তি বিভাগীয় কর্মকর্তা মোস্তাক আহমেদের নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায়, কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন, হাইওয়ে ওসি ফরিদ উদ্দিন প্রমুখ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এক শ্রেণির প্রভাবশালী দখলদাররা অবৈধভাবে রেলের সম্পত্তি দখল করে ভবন নির্মাণ করে ভোগদখল করে আসছিলো। তাই রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে এ অভিযান চালানো হয়। অভিযানে ৪০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০১৪ সালে বারবাজার রেলক্রসিংয়ে বরযাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১৩ বরযাত্রী নিহত হন।