জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। যাচাই-বাছাইয়ের গতকাল বুধবার প্রথম দিনে একজন ভুয়া মুক্তিযোদ্ধাকে শনাক্ত করেছে সংশ্লিষ্ট কমিটি। কমিটি ভুয়া মুক্তিযোদ্ধা মীর মো. নুরুল আক্তারুজ্জামানের নিকট হতে গ্রহণকৃত সরকারি ভাতাসহ সকল সুবিধাদি ফেরত দেয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র পাঠাবে বলে জানানো হয়েছে।
জীবননগর উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ইউএনও নুরুল হাফিজ জানান, গতকাল বুধবার হতে জীবননগর উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু করা হয়। যাচাই-বাছাইয়ের প্রথম দিনে উপজেলার দুটি ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের কাগজপত্র দেখা হয়। যাচাইকালে ৫৩ জন মুক্তিযোদ্ধার মধ্যে উপজেলার কাশিপুরের মীর শওকত আলীর ছেলে মীর মো. নুরুল আক্তারুজ্জামানের কাগজপত্র ভুয়া বলে প্রমাণিত হয়। কমিটি ভুয়া মুক্তিযোদ্ধা মীর মো. নুরুল আক্তারুজ্জামানের মুক্তিযোদ্ধার সনদ বাতিলসহ সরকারের নিকট হতে গ্রহণকৃত ভাতা ও সকল সুবিধাদি ফেরত নিতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে পত্র দেয়া হবে। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাইদুর রহমান জানান, মীর মো. নুরুল আক্তারুজ্জামান এ নামে জীবননগরে কোনো মুক্তিযোদ্ধা আছে বলে আমার জানা নেই।