ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

স্টাফ রিপোর্টার: তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। নভেম্বর মাসের ১ তারিখে তারা বাংলাদেশে আসবে বলে জানায় বিসিবি। প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ে মুখোমুখি হবে ৪ নভেম্বর। দ্বিতীয় ওয়ানডে ৬ নভেম্বর এবং তৃতীয় ওয়ানডে ৮ নভেম্বর। এরপর দুদিনের বিরতি শেষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টি হবে ১১ নভেম্বর। দ্বিতীয়টি ১৩ নভেম্বর এবং শেষ ম্যাচটি হবে ১৫ নভেম্বর।