মেহেরপুরে মাদকব্যবসায়ীর জেল

মেহেরপুর অফিস: মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে হামিদুল ইসলাম খোকন নামের এক মাদকসেবির দু বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন ওই আদেশ দেন। সাজাপ্রাপ্ত হামিদুল ইসলাম খোকন (২৭) মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের নতুন মদনাডাঙ্গা গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে।

জানা গেছে, গত বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুর ডিবি পুলিশের ওসি জালালউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে নতুন মদনাডাঙ্গা গ্রামের হামিদুল ইসলাম ওরফে খোকনের বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। গতকাল তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালত ওই আদেশ দেন। গতকালই তাকে মেহেরপুর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে গত বুধবার রাতে মেহেরপুর সদর থানা পুলিশ আমদহ ইউনিয়নের বন্দর গ্রাম থেকে ৩০ গ্রাম গাঁজাসহ জয়নাল (২৬) নামক নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে বন্দর গ্রামের সাকিবুল ইসলামের ছেলে। মেহেরপুর সদর থানার এসআই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দর গ্রাম থেকে তাকে আটক করে থানায় নেন।