ঝিনাইদহে গ্রাম পুলিশের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় গ্রাম পুলিশদের বেতন স্কেল ঘোষণাসহ চারদফা দাবি বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের নতুন ডিসি কোর্টের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন। দুপুর সাড়ে ১২টার দিকে জেলার সাড়ে তিনশ গ্রাম পুলিশ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সংগঠনের জেলা আহ্বায়ক শ্রী আনন্দ কুমার ঘোষ, মহেশপুরের আইয়ূব হোসেন, শৈলকুপার মফিজ উদ্দীন, হরিণাকুণ্ডুর অমরেশ কুমার ও কোটচাঁদপুরের মহিদুল ইসলাম। সমাবেশে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়নে গ্রাম পুলিশ বিশেষ ভূমিকা পালন করছে। অথচ তারা অবহেলিত। সরকারি কোনো বেতন স্কেল নেই। অবসরকালীন ভাতাও নেই। পুলিশ ও আনসার সদস্যদের মতো কোনো রেশন দেয়া হয় না। জীবন জীবিকার কারণে এসব দাবি আমাদের ন্যায়সঙ্গত। নেতৃবৃন্দ ২০১৩ সালে প্রণীত গ্রাম পুলিশ বাহিনীর খসড়া বিধিমালা কার্যকরের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন কর্মসূচি শেষে ঝিনাইদহে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করা হয়।