স্টাফ রিপোর্টার: গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে জাতীয় কৃষক সমিতি চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখা। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামনের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে সরকার অযৌক্তিকভাবে গত ২৭ আগস্ট কোনো ঘোষণা ছাড়াই বিদ্যুত ও গ্যাসের মূল্য বাড়িয়ে ১ সেপ্টম্বর থেকে তা কার্যকর করেছে। গ্যাস ও বিদ্যুতের মূল্য প্রত্যাহার করে পাটের মূল্য বৃদ্ধির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তিতে প্রতি মণ পাট ৩ হাজার এবং ধান ও ভুট্টা প্রতি মণ ১ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। সেই সাথে সার ও বীজসহ কৃষি উপকরণের দাম বর্তমান মূল্যের অর্ধেকে নামিয়ে আনতে হবে। এছাড়া কৃষি ঋণের সুবিধা, সুদ বা কৃষি ঋণের সুদ মওকুফ, ঘুষ দুর্নীতি দমন, পল্লী বিদ্যুতের দুর্নীতি বন্ধ, জেলার সমস্ত খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত করে দেয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুবমৈত্রীর কেন্দ্রীয় নেতা মামুন অর রশীদ, আব্দুল মান্নাফ, আহসান হাবিব, সফিরদ্দিন, নাজমুল হক প্রমুখ।