মেহেরপুর অফিস: দু বিদেশি হত্যার ঘটনায় সারাদেশের ন্যায় মেহেরপুরে অবস্থানরত ৫ বিদেশির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেয়া হচ্ছে। গত সোমবার ভোর থেকে বিদেশিদের প্রতি জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা নজরদারীর পাশাপাশি বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে ৫ জন বিদেশি পেশাগত কাজে অবস্থান করছেন। এদের বাসস্থান, চলাফেরা স্থানে বিশেষ নিরাপত্তা দেয়া হচ্ছে। তাদের অবস্থানস্থলে ডিএসবি’র সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন। আবাসস্থলে বসানো হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসাররা সার্বক্ষণিক তাদের নিরাপত্তার বিষয়টি নজরদারী করছেন বলেও জানান তিনি।