ঝিনাইদহের সাধুহাটি কৃষিখামারে নতুন জাতের হাইব্রিড ধানের চাষ পরীক্ষামূলক শুরু

ডাকবাংলা প্রতিনিধি: এ বছর ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা, সাধুহাটি কৃষিখামারে ৫টি নতুন জাতের হাইব্রিড ধানের চাষ পরীক্ষামূলক শুরু হয়েছে। জানা গেছে, দেশের কৃষিখাতকে এগিয়ে নিতে বিএডিসি ভালো বীজ উৎপাদন করে দেশের কৃষকদের হাতে তুলে দিতে ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয় সাধুহাটি কৃষিখামার। দীর্ঘদিন উন্নতমানের বীজ উৎপাদন করে এ খামারটি সুনাম অর্জন করেছে কৃষকদের কাছে। ২০১৫-১৬ সালের আমন মরসুমে ৬১ একর বিভিন্ন জাতের আমন ও ১৬ একর আউশ বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। আমন ব্রিধান-৩৩, বিনা-১১ ব্রিধান-৪৯, ব্রিধান-৫২, বিনাশাইল ও নেরিকা মিউটিশন (কুদরত) জাতের ধান বীজের মাঠ এখন বাম্পার ফলনের আশা করছে কর্তৃপক্ষ। এ বিষয় খামারের উপপরিচালক কৃষিবিদ মো. হাফিজুল ইসলাম জানান, বাংলাদেশে আমনের হাইব্রিড ধান কোথাও নেই এ বছর। বিএডিসি পরীক্ষামূলকভাবে ৬টি খামারে ৫টি জাতের প্রদর্শনী প্লট আবাদ করেছে। অনুসন্ধানে জানা গেছে খামার ৬টি হলো সাধুহাটি কৃষিখামার, গোকুল নগর, টেবুনিয়া, নীলখামারী, মধুপুর ও ইটাখোলা খামারে শুরু করেছে ৫টি নতুন জাতের ধানের পরীক্ষামূলক আবাদ। সাধুহাটি খামারে ৫টি জাতের নতুন ধান হলো আমন হাইব্রিড ধানবীজ এনজে-০০৩১, এনজে-০০৩২, এনজে-০০৩৩ উইনাল (বিএডিসি হাইব্রিড-২), হাইব্রিড এসএলএইচ প্রদর্শনী প্লট হিসেবে ধানের আবাদ শুরু হয়েছে। খামারের উপপরিচালক কৃষিবিদ মো. হাফিজুল ইসলাম আরো জানান, এ ধানের আবাদকাল মাত্র ১০৫ থেকে ১২৫ দিন সময় লাগবে যা দেশের খাদ্য ঘাটতি পূরণে ব্যাপক আবদান রাখবে বলে তিনি আশা করেন।