মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামে বিদ্যুতস্পৃষ্টে কৃষকের করুণ মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের মৃত আইজুলের ছেলে হাসানুর রহমান (৩৫) বিকেল ৩টার দিকে মাঠ থেকে ঘাসের বোঝা বাড়িতে এনে ফেলার সময় বিদ্যুতের তার ছিড়ে যায়। এ সময় সে নিজেই তার জোড়া লাগানোর সময় বিদ্যুতস্পৃষ্ট হয়। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসানুর রহমান ছিলেন ২ সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।