দৌলতপুরে পদ্মায় তলিয়ে যাওয়া দু স্কুলছাত্রের একজনের লাশ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দু স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ৯ ঘণ্টা পর একজনের লাশ উদ্ধার করেছে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিদল। এখনও নিখোঁজ অপর ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ডুবুরিরা। গত শুক্রবার দুপুর ১২টার দিকে ফিলিপনগর চাইপাড়া নামক স্থানে পদ্মা নদীতে তারা তলিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফিলিপনগর মাঠপাড়া গ্রামের আ. রহমানের ছেলে ৭ম শ্রেণির ছাত্র সাহবাজ (১৪) ও একই গ্রামের মৃত মন্টু মণ্ডলের ছেলে ৪র্থ শ্রেণির ছাত্র মিনারুলসহ (১২) ৪/৫ জন চাইপাড়া নামক স্থানে পদ্মা নদীতে গোসল করতে নামে। এরপর সাঁতার কম জানায় মিনারুল পানির নিচে তলিয়ে যেতে থাকলে সাহবাজ তাকে উদ্ধারের চেষ্টা করে। এক পর্যায়ে তারা দুজনই পানির নিচে তলিয়ে যায়। তাদের সহপাঠী রিমন জানায়, দুজনকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়ে তারা পালিয়ে আসে। নিখোঁজদের স্বজন ও এলাকাবাসী নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকে। এরপর খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিদল বিকেল ৫টা থেকে তল্লাশি চালিয়ে নিখোঁজের ৯ ঘণ্টা পর সাহবাজের লাশ উদ্ধার করে। এখনও মিনারুলের খোঁজে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ডুবুরিরা। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের পরিবারকে লাশ দাফনের জন্য প্রাথমিক পর্যায়ে ৫ হাজার টাকা দেয়া হয়েছে।