চুয়াডাঙ্গায় দরিদ্র মানুষের জন্য টেউটিন ও টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দরিদ্র মানুষের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ২৪১ দশমিক ৬ বান্ডিল টেউটিন ও ৭ লাখ ২৪ হাজার ৮শ টাকা বরাদ্দ দিয়েছে। জেলার চার উপজেলার নির্বাহী কর্মকর্তার মাঝে জেলা প্রশাসক সায়মা ইউনুস সম্প্রতি এ বরাদ্দের কপি পাঠিয়ে দিয়েছেন। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের সাথে আলোচনা করে এসব টেউটিন ও টাকা দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ২০১৫-২০১৬ অর্থবছরে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় টেউটিন ও টাকা বরাদ্দ দেয়। সদর উপজেলায় শতকরা ২৯ দশমিক ২ ভাগ দরিদ্রতার হার হিসেবে বরাদ্দকৃত টেউটিনের পরিমাণ ৬৩ বান্ডিল ও টাকার পরিমাণ ১ লাখ ৮৯ হাজার, আলমডাঙ্গা উপজেলায় শতকরা ২৬ ভাগ দরিদ্রতার হিসেবে ৫৬ বান্ডিল টেউটিন ও ১ লাখ ৬৮ হাজার টাকা, দামুড়হুদা উপজেলায় শতকরা ২৭ দশমিক ১ ভাগ দরিদ্রতার হার হিসেবে বরাদ্দকৃত টেউটিনের পরিমাণ ৫৯ দশমিক ৬ বান্ডিল ও টাকার পরিমাণ ১ লাখ ৭৮ হাজার টাকা এবং জীবননগর উপজেলায় শতকরা ২৯ দশমিক ১ ভাগ দরিদ্রতার হার হিসেবে ৬৩ বান্ডিল টেউটিন ও টাকার পরিমাণ ১ লাখ ৮৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। টেউটিন বিতরণের সাথে আবশ্যিকভাবে বান্ডিল প্রতি ৩ হাজার টাকা হারে ক্রসড চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে। বরাদ্দের টেউটিন ও টাকার বিষয়ে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, চার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং চুয়াডাঙ্গা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে।