আলমডাঙ্গায় সার ও কীটনাশকের দোকানে তাণ্ডব : তিনজনকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরোঃ পূর্বশত্রুতার জের ধরে আলমডাঙ্গার মেসার্স নূর মোহাম্মদ নামক সার ও কীটনাশকের ডিলারের দোকান ভাঙচুর, দোকান মালিক ও তার চাচাসহ ৩ জনকে জখম করে প্রায় সাড়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে নওদা বণ্ডবিলের চেরাগ আলী গং এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় রাতে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, আলমডাঙ্গার নতুন বাসস্ট্যান্ড বাজারে অবস্থিত মেসার্স নূর মোহাম্মদ নামক সার ও কীটনাশকের ডিলারের ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আলমডাঙ্গা বাজারের মৃত নূর মোহাম্মদের ছেলে আসিফ আল নূরের সাথে নওদা বণ্ডবিলের মৃত আব্দুর রহিমের ছেলেদের বিরোধ চলে আসছিলো। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মৃত আব্দুর রহিমের ছেলে চেরাগ আলী, চাঁদ আলী, আব্দুর রাজ্জাক, হাসান আলী ও চেরাগ আলীর ২ ছেলে আসিফ আল নূরের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চড়াও হয়। নানা ধরনের গালিগালাজ করতে থাকে। আসিফ আল নূর প্রতিবাদ করলে তারা তার ওপর চড়াও হয়ে মারধর করে। দোকানে উপস্থিত তার চাচা ঠাণ্ডু মিয়া ও খালাতো ভাই ইমরানকেও মারধর করে। ৩ জনকে মারধর করে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সের ড্রয়ার ভেঙে ৭ লাখ ৫৬ হাজার টাকা নিয়ে যায় ও প্রায় ১ লাখ টাকার সার ও কীটনাশক দোকানে ছিটিয়ে নষ্ট করেছে বলে অভিযোগ করা হয়েছে। মুখে মারাত্মক আঘাতপ্রাপ্ত ঠাণ্ডু মিয়াকে উদ্ধার করে রাতেই হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আসিফ আল নূর বাদি হয়ে গত রাতেই আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।