আলমডাঙ্গার ফলব্যবসায়ী জানু ও তার ছেলেদের বিরুদ্ধে গরু ব্যাপারীর ১১ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পশুহাটের ফলব্যবসায়ী কালিদাসপুর গ্রামের জানু বিশ্বাস ও তার দু ছেলের বিরুদ্ধে ঢাকা মানিকগঞ্জের গরু ব্যাপারীর ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগি গরু ব্যাপারী গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, মানিকগঞ্জ জেলার শিঙ্গে উপজেলার চারগ্রামের মৃত মনোর উদ্দীনের ছেলে গরু ব্যাপারী গিয়াস আলী। তিনি গত ১৬ সেপ্টেম্বর কোরবানির গরু কিনতে আলমডাঙ্গা পশুহাটে আসেন। তখনও গরু বেচাকেনা শুরু হতে বেশ দেরি ছিলো। হাট চালুর অপেক্ষায় কালিদাসপুরের আফসার উদ্দীন বিশ্বাসের ছেলে জানু বিশ্বাসের পশুহাটের ফলের দোকানে তিনি বসে ছিলেন। এক পর্যায়ে ওই দোকান থেকে গরু বাঁধা দড়ি কিনতে যান। সে সময় ১১ লাখ ১ হাজার টাকাভর্তি থলে তার পায়ের নিকট রেখে দড়ি পরখ করে দেখছিলেন। পরে দড়ির মূল্য পরিশোধ করতে থলে থেকে টাকা বের করতে গেলে আর টাকার থলে খুঁজে পাননি। সে সময় দোকানে দোকান মালিক জানু বিশ্বাস এবং তার ২ ছেলে রিংকু ও রনি উপস্থিত ছিলেন। ভুক্তভোগি গরু ব্যাপারী গিয়াস আলীর ধারণা তিনি দড়ি পরখ করে নেয়ার সময় দোকানদার অথবা তার কোনো ছেলে টাকাভর্তি থলেটি হাতিয়ে নিয়েছে। উপস্থিত লোকজনও নাকি তেমটিই জানিয়েছে বলে গিয়াস আলী দাবি করেছেন। টাকার থলে ফেরত দিতে জানু ও তার ২ ছেলে অস্বীকার করলে তিনি তাৎক্ষণিকভাবে হাট মালিককে জানান। হাটমালিক স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসেই আলমডাঙ্গার পথে-ঘাটে কয়েক দিন ধরে গিয়াস আলী ঘুরে বেড়াচ্ছেন। হাটমালিক বিষয়টি মীমাংসা করতে না পারায় গতকাল বৃহস্পতিবার গরু ব্যাপারী গিয়াস আলী আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।