মেহেরপুর অফিস: মেহেরপুরে মামলায় হাজিরা দিতে এসে বাদীসহ তার ভাইদের হাতে শারিরিক নির্যাতনের শিকার হয়েছেন মামলার বিবাদী।ওই সময় তাকে অপহরনের চেষ্টা করা হলে স্থানীয়দের প্রতিরোধের মুখে তিনি বাবা-মার সাথে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তবে একটি দামি মোবাইল ফোনসহ নগদ ৫২ হাজার টাকা খোয়া গিয়েছে। এঘটনায় মামলার বাদীসহ ৩ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১২ টার দিকে।
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের যাদু মন্ডলের ছেলে তুফান মন্ডল তার লিখিত অভিযোগে জানান, তার স্ত্রী মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের শমসের আলীর মেয়ে মোছাঃ ঝরনা খাতুন। পারিবারিক কলহের জের ধরে ২০১২ সালের ২৫ জুলাই স্ত্রী ঝরনা খাতুন তার বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে মামলা করে। ওই মামলার পরও এক কন্যা সন্তানসহ ঝরনা খাতুন স্বামী তুফান মন্ডলের সাথে বর্তমানে তার (তুফান মন্ডল) কর্মস্থল ফরিদপুরের ভাঙা উপজেলা শহরে থাকে। মামলার হাজিরার দিন ছিল গতকাল মঙ্গলবার। দিন ঘুরে যাওয়ায় তুফান মন্ডল নিজ গ্রাম জুগিন্দা যাবার উদ্যোগ নিলে কোর্ট মোড়ে তার স্ত্রী ঝরনা খাতুন, তার ভাই সেলিম ও এক প্রতিবেশি উজ্জ্বল তাকে ধরে মারপিট করে এবং জোর করে ভাড়া মিশুকে তুলে নিয়ে অপহরণের চেষ্টা চালায়। ওই সময় স্থানীয় ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। তিনি আরো জানান ওই সময় পকেটে থাকা তার ব্যবসার ৫২ হাজার নগদ টাকা ও একটি ১৭ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এঘটনায় তুফান মন্ডল বাদী হয়ে স্ত্রী ঝরনা, তার ভাই সেলিম ও প্রতিবেশি উজ্জ্বলকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।