বিদ্যুত ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি পেশ

 

বিদ্যুত ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি পেশ করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর জাতীয় কৃষক সমিতি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয়। সরকার অযৌক্তিকভাবে গত ২৭ আগস্ট কোনো ঘোষণা ছাড়াই বিদ্যুত ও গ্যাসের মূল্য বাড়িয়ে ১ সেপ্টেম্বর থেকে তা কার্যকর করে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা জাতীয় কৃষক সমিতি সরকারের এ অযৌক্তিক নীতির বিরোধিতা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমডাঙ্গার মাধ্যমে বিদ্যুত ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, পাটের মূল্য ৩ হাজার টাকা, ধানের মূল্য ১ হাজার টাকা, ভুট্টোর মূল্য ১ হাজার টাকা মণ, সার, বীজসহ কৃষি উপকরণের দাম বর্তমান মূল্যের অর্ধেক কমিয়ে, কৃষি ঋণের সুদ ৫%, বকেয়া কৃষি ঋণের সুদ মওকুফ, ঘুষ-দুর্ণীতি দমন, পল্লী বিদ্যুতের দুর্ণীতি বন্ধ, জেলার সমস্ত খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেয়া ইত্যাদি দাবিনামা সংবলিত স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপি পেশের সময় উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজুল ইসলাম শেখ, জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, থানা কমিটির নেতা আমিন উদ্দীন, আবদুল হামিদ, যুবনেতা মামুন, আব্দুর রশিদসহ অনেকে। প্রেসবিজ্ঞপ্তি।