আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন যুবলীগের প্রতিবাদ সভা

অবৈধ কমিটি ভেঙে নতুন কমিটি গঠেনের আহ্বান

 

স্টাফ রিপোর্টার: গতকাল মঙ্গলবার যুবলীগের অবৈধ আহ্বায়ক কমিটির বিরুদ্ধে খাসকররা ইউনিয়ন আওয়ামী যুবলীগ আয়োজিত সভায় খাসকররা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও আলোচনাসভার আয়োজন করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল গণি। তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের অবৈধ আহ্বায়ক কমিটি আমরা মানি না। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগের আহ্বায়ক ওমর ফারুক চৌধুরীকে বিনীত অনুরোধ জানাচ্ছি অনতিবিলম্বে এ অবৈধ কমিটি ভেঙে যোগ্য নেতৃত্বের হাতে হস্তান্তর করতে। তা না হলে চুয়াডাঙ্গা জেলায় এ অবৈধ কমিটি থাকলে খাসকররা ইউনিয়নবাসীকে নিয়ে লাগাতার অবরোধ কর্মসূচি এমনকি চুয়াডাঙ্গা জেলা আমরা ইউনিয়ন থেকে গিয়ে অবরোধ করে দেবো।

সভায় আরো বক্তব্য রাখেন, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফারুক বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবলু মেম্বার, যুবলীগ নেতা মো. বাবলু মল্লিক, ৭নং ওয়ার্ড আ.লীগ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন আ.লীগ নেতা মিজানুর রহমান, ৬নং ওয়ার্ড সভাপতি মোজাফফর হোসেন লালু, ১নং ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুল হামিদ, আ.লীগ নেতা কুতুবুল আলম, মমিন, আশরাফুল আলীম, ইউনিয়ন যুবলীগের আব্দুল আলীম, নিউটন, নাজমুলসহ ইউনিয়ন যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ, ১নং ওয়ার্ড সভাপতি সুজন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ২নং ওয়ার্ড সভাপতি সমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল, ৩নং ওয়ার্ড সভাপতি আসাদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সিরাজ, ৫নং ওয়ার্ড সভাপতি চঞ্চল, সাধারণ সম্পাদক লালু, ৬নং ওয়ার্ড সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রাজ্জাক, ৭নং ওয়ার্ড সভাপতি মোমিন, সাধারণ সম্পাদক হামিদ, ৮নং ওয়ার্ড সভাপতি মো. সেলিম, সধারণ সম্পাদক আবু তাহের, ৯নং ওয়ার্ড সভাপতি আলো মিয়া, সাধারণ সম্পাদক গামা হোসেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জিয়ার রহমান জিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হাসান হাবীব মঞ্জুর। সভা শেষে একটি প্রতিবাদ মিছিল খাসকররা বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে খাসকররা বট চত্বরে এসে শেষ হয়।