দামুড়হুদা প্রতিনিধি : দামুড়হুদার শিবনগর বটতলির বিল ঘেষে গড়ে তোলা ডিসি ইকোপার্কের লেকে পর্যটকদের ভ্রমণের জন্য নতুন নৌকার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রধান অতিথি হিসেবে ওই নৌকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নৌকা উদ্বোধন শেষে পার্কে তিনি একটি বকুল গাছের চারাও রোপণ করেন এবং পার্কে ঘুরতে আসা দর্শনাথীদের জন্য লেকের ধারে বসার সুব্যবস্থার পরামর্শ দেন। তিনি নিমার্ণাধীন গেস্ট হাউসটিও পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু সাঈদ, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল হালিম, জেলা সহকারী কমিশনার ফারজানা খানম, মো. মনিবুর রহমান, সৈয়দা নাফিসা সুলতানা, মো. সাব্বির রহমান সানি, মো. তরিকুল ইসলাম, আবু তাহের মো. সামসুজ্জামান, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার নুর জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসের নাজির জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সাবেক নাজির হামিদুল ইসলাম ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।