চুয়াডাঙ্গায় কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

Chuadanga Picture---( Health care--manobbondhon)

স্টাফ রিপোর্টার: চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে চুয়াডাঙ্গায় কমিউনিটি ক্লিনিকে নিয়োগপ্রাপ্ত হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি)। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের হাতে ট্রাস্ট আইন ২২’র (ঘ) ধারা বাতিলসহ চাকরি জাতীয়করণ দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন হেলথ কেয়ার প্রভাইডার নেতৃবৃন্দ। এরপর চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন।

চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলার ১০৮ জন সিএইচসিপি এ মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর সিএইচসিপিদের সিএসবিএসহ যুগোপযোগী প্রশিক্ষণে প্রশিক্ষিত করেছেন। সারাদেশে বর্তমানে ১৪ হাজার ২০০ জন সিএইচসিপি গ্রামের হতদরিদ্রদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে কিন্তু দুঃখের বিষয় বিগত ৪ বছর এরা একই বেতনে কাজ করে যাচ্ছে। এ অবস্থায় সরকার যদি ট্রাস্ট্র আইনের ২২ (ঘ) ধারা চালু করে তাহলে তা হবে সিএইচসিপিদের জন্য আত্মঘাতী। সুতারাং ট্রাস্ট আইন বাতিল করে দেশের সকল সিএইচসিপি চাকরিজীবীদের অবিলম্বে জাতীয়করণ করা হোক।