গাংনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকেলে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী নার্গিস পারভীন, সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুর রহমান, সহকারী শিক্ষা অফিসার শফিকুর রহমান প্রমুখ।

উপজেলা পর্যায়ের ফাইনালে বঙ্গবন্ধু ফুটবলে তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মাইলমারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ভাটপাড়া (কুঠি) প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে লক্ষ্মীনারায়ণপুর ধলা প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Leave a comment