ব্যাংক কর্মকর্তাকে গণধর্ষণের পর হত্যা

 

স্টাফ রিপোর্টার: এক্সিম ব্যাংক খুলনার কর্মকর্তা পারভীন সুলতানাকে পাঁচজন মিলে গণধর্ষণ করার পরই তাকে হত্যা  করা হয়েছিলো। নিজে এমন দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জনাববন্দি দিয়েছে স্থানীয় যুবক মো. লিটন। গতকাল সোমবার দুপুরে খুলনা মহানগর হাকিম আয়শা আক্তার মৌসুমীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছে। গত শুক্রবার রাতে নগরীর বুড়ো মৌলভীর দরগার পাশে ৩ নং সড়কে ব্যাংক কর্মকর্তা ও তার বৃদ্ধ পিতা ইলিয়াস চৌধুরীকে হত্যা করা হয়। দুজনেরই মৃতদেহ ফেলে দেয়া হয় সেফটি ট্যাঙ্কে। পরে উদ্ধার হয় পিতা ও কন্যার লাশ। লিটন ধরাপড়ার পর পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, পারভীন সুলতানার ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ করা হয়েছে। পুলিশ সেই ভিডিও এবং বাকি চার যুবকের সন্ধান চালাচ্ছে। একইভাবে পারভীন সুলতানা কম্পিউটারটি তারাই চুরি করেছে বলে স্বীকার করেছে। পুলিশ সেটাও উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।