জীবননগর উথলীতে ফেনসিডিল চুরির অভিযোগে অপহরণ করে কিশোরের ওপর অমানুষিক নির্যাতন

 

জীবননগর ব্যুরো: ফেনসিডিল চুরির অভিযোগে এক কিশোরকে অপহরণের পর মাদক চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা অমানুষিক নির্যাতন চালিয়েছে। গাছের সাথে বেধে অমানুষিক নির্যাতন করার পর গুরতর অসুস্থ অবস্থায় জেবাকে (১৬) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত শনিবার সন্ধ্যায় উপজেলার উথলীতে এ নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ।

উপজেলার উথলী কেন্দ্রীক মাদক চোরাচালান সিন্ডিকেটের ফেনসিডিলের একটি চালান থেকে গত শনিবার দু পাতায় থাকা ৪০ পিস ফেনসিডিল চুরি হয়। উথলীর আব্দুল আলিমের ছেলে জেবা ওই ফেনসসিডিল চুরি করেছে এমন অভিযোগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদকদ্রব্য চোরাচালান সিন্ডিকেটের হোতা সেনেরহুদার আবু জাফরের ছেলে আলমগীর হোসেন, গয়েশপুরের ইনতাজ আলী ইনতার ছেলে ময়েন উদ্দিন, উথলীর আব্দুল আজিজের ছেলে ছামাদুল ইসলাম ও উথলী মালোপাড়ার জাহিদুল ইসলামের ছেল শহীদ জেবাকে জীবননগর হাসপাতাল গেট থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে তারা তাকে মোটরসাইকেলযোগে জীবননগর-দত্তনগর সড়কের ধারের নারিকেল বাগানে নিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। চুরির কথা শিকার না করায় তাকে ছামাদুলের উথলীর বাড়ির আমবাগানে নিয়ে যাওয়া হয়। এ সময় থানা পুলিশে ধরিয়ে দেয়ার ভয় দেখিয়ে আবারো স্বীকারোক্তি আদায়ের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা জোরপূর্বক শাদা স্ট্যাম্পে জেবার স্বাক্ষর নেয়। পরে তাকে আমগাছের সাথে বেধে বেল্ট দিয়ে ও পিটিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়।

Leave a comment