বেনীপুর নতুনপাড়া ও নিমতলা বিজিবির অভিযানে মদ ও ফেনসিডিলসহ মহিদুল আটক

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বেনীপুর ও নতুনপাড়া এবং দর্শনা নিমতলা বিজিবি জীবননগর উপজেলা বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ ও ২৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। নিমতলা বিজিবি এ সময় আকন্দবাড়িয়ার ফেনসিডিল ব্যবসায়ী মহিদুলকে (৩৫) আটক করে। গত শনিবার রাতে বিজিবি এ অভিযান পরিচালনা করে। আকন্দবাড়িয়ার শহর আলী এ সময় পালিয়ে যায়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ জানিয়েছেন, নতুনপাড়া বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার আবু বক্কর সঙ্গীয় ফোর্স নিয়ে নতুনপাড়া পুকুরপাড়ে রাত ১টার সময় অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। বেনীপুর বিওপির টহল দলের কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত দেড়টার দিকে নবদুর্গাপুর মাঠে অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল মদ উদ্ধার করে।

এছাড়াও দর্শনা নিমতলা বিজিবির টহল দলের কমান্ডার নায়েক কাজী আব্দুল হান্নান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর উপজেলার রতিরামপুর কবর স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় ২৪ বোতল ফেনসিডিলসহ আকন্দবাড়িয়ার জান মোহাম্মদের ছেলে মহিদুল ইসলামকে আটক করেন। অভিযানকালে জান মোহাম্মদের সহযোগী একই গ্রামের নুর ইসলামের ছেল মাদকব্যবসায়ী শহর আলী (৩৫) পালিয়ে যায়। আটক মহিদুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়।