সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবে মাইক্রোবাস দুর্ঘটনায় মাদারীপুরের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গত শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় সৌদি আরবের দাম্মামের উপশহর নাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- মামুন ফকির (২৮), নাসির ঢালী (৩৫) ও রিপন (৩০)। আহত হয়েছেন এমদাদসহ (৩০) অজ্ঞাত একজন। নিহত মামুন ফকির সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের হারুন ফকিরের ছেলে। নাসির একই গ্রামের সিরাজ ঢালীর ছেলে আর রিপনে বাড়ি সদর উপজেলার কুনিয়া ইউনিয়নে।

নিহতদের পরিবার জানায়, ঈদ উপলক্ষে দেশের পরিবারের জন্য কেনাকাটা করে বাসায় ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের চালককে পুলিশ আটক করেছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তাদের পরিবার জানিয়েছে।