ডালমিয়া হাসপাতালে

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়া হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ ‍অবস্থায় কোলকাতার বিএম বিড়লা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এনজিওগ্রাম করানো শেষে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

পশ্চিমবঙ্গের ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ডালমিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানানো হয়। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন ৭৫ বছর বয়সী ডালমিয়া। ক্যাবের জয়েন্ট সেক্রেটারি (যুগ্মসচিব) সৌরভ গাঙ্গুলিসহ বিসিসিআই এর অন্যান্য বোর্ড কর্মকর্তারা হাসপাতালে যান। এ বছরের মার্চে ডালমিয়া তৃতীয়বারের মতো ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন।