গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌরসভাধীন পূর্বমালসাদহ গ্রামের জাহাঙ্গীর আলম কাওছার ঢাকায় খুন হয়েছেন। গত মঙ্গলবার নিখোঁজের পর গতকাল শুক্রবার সকালে রাজধানীর খিলক্ষেত এলাকার একটি ছয়তলা বাড়ির পঞ্চম তলার ফ্লাটে স্যুটকেসের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকারী সন্দেহে গাংনীর শিশিরপাড়ার ফয়সাল হোসেন ওরফে পেডি (৩২) গ্রেফতার করেছে পুলিশ। পূর্ববিরোধের জের ধরে পেডি তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
জাহাঙ্গীর আলম দীর্ঘদিন প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপন বিভাগে চাকরির পর গত ১ সেপ্টেম্বর বণিক বার্তা পত্রিকার সহকারী ম্যানেজার (মার্কেটিং) হিসেবে যোগদান করেন। তিনি পূর্বমালসাদহ গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার মৃত্যুতে কর্মস্থলসহ পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঢাকার তেজকুনি পাড়ায় স্ত্রী ও দু শিশুপুত্র নিয়ে বসবাস করতেন তিনি।
নিহতের পরিবারিক ও খিলক্ষেত থানা সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর সকালে তিনি কর্মস্থল থেকে ঢাকার বাড্ডা এলাকায় যান। সেখান থেকেই তিনি নিঁখোজ হন। গভীর রাত পর্যন্ত বাসায় না ফিরলে পরিবারের পক্ষ থেকে অফিসের মাধ্যমে থানায় অবহিত করে। একটি জিডিও করা হয়। ঘটনার পর থেকে তার মোবাইলফোন বন্ধ ছিলো।
খিলক্ষেত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক জানান, খিলক্ষেত নামাপাড়ার ওই ভবনের পঞ্চম তলায় পেডির কক্ষে একটি স্যুটকেসের ভেতর থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়। পেডিকে ধামরাই এলাকা থেকে গ্রেফতার করে খিলক্ষেত থানা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আরো চারজনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। কৌশলে জাহাঙ্গীরকে অপহরণ করে পেডি তার মেসের কক্ষে নিয়ে আসে বলে জানায় পুলিশ। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে কথা স্বীকার করেছে পেডি।
গাংনী থানা সূত্রে জানা গেছে, গাংনী ও মেহেরপুর সদর থানায় পেডির নামে অস্ত্র ও ছিনতাই, ডাকাতিসহ অর্ধডজন মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এছাড়াও বান্দরবান থানায় তার নামে হত্যামামলা রয়েছে।
নিহত জাহাঙ্গীর আলম কাওছার ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপাড়া শেষ করে প্রথম আলোতে বিজ্ঞাপন বিভাগে যোগাদান করেন। দীর্ঘদিন সুনামের সাথে চাকরি করে সম্প্রতি তিনি চাকরি ছেড়ে দেন। যোগদান করেন বণিক বার্তায়। জাহাঙ্গীর হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বণিক বার্তা পরিবার, জাহাঙ্গীরের পরিবার ও আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা। হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছে তার গ্রামাবাসী। এদিকে গতরাতে লাশের ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন তার স্বজনরা। সকাল আটটায় জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিকসূত্রে জানা গেছে।