যুদ্ধের অনুমতি পেলেন জাপানি সেনারা

মাথাভাঙ্গা মনিটর: বিক্ষোভ আর আন্দোলনকে উপেক্ষা করে জাপানের সংসদের উচ্চকক্ষে বিতর্কিত সামরিক আইন নিরাপত্তা বিল চূড়ান্তভাবে পাশ হয়েছে। এর মধ্যদিয়ে ৭০ বছর পর জাপানি সেনাদের বিদেশেও যুদ্ধে অংশগ্রহণে আর কোনো বাধা থাকলো না। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানী টোকিওয় অবস্থিত জাপানি পার্লামেন্টের উচ্চকক্ষের হাউজ অব কাউন্সিলররা এ বিল পাস করান। এর আগে গত ১৬ জুলাই বিলটি জাতীয় সংসদের নিম্নকক্ষে পাস করা হয়েছিলো। এরপর চলতি মাসের ২৭ তারিখে সংসদ মুলতবি ঘোষণার আগেই নিরাপত্তা বিল পাসের কথা ছিলো। সরকার পক্ষ থেকে আজ শুক্রবার বিলটি নিয়ে সংসদে আলোচনার কথা থাকলেও তার একদিন আগেই তা অনুমতি পেলো।

Leave a comment