ঘড়ি তৈরি করে শিক্ষককে দিতে গিয়ে গ্রেফতার কিশোরকে হোয়াইট হাউজে আমন্ত্রণ

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রে ভুল করে আটক কিশোর আহমেদ মোহামেদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। পাশাপাশি আহমেদকে তার তৈরি ঘড়িটি নিয়ে হোয়াইট হাউজে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। শিক্ষকদের খুশি করার জন্য নিজের তৈরি করা একটি ঘড়ি নিয়ে স্কুলে হাজির হয়েছিলো ১৪ বছরের কিশোর আহমেদ মোহামেদ। কিন্তু ঘড়িটিকে বোমা ভেবে তাকে পুলিশে দিয়েছিলেন তার শিক্ষক। স্কুলে আহমেদের নিয়ে আসা ঘড়িটিকে ঘড়ির ছলে বানানো বোমা ভেবে পুলিশকে খবর দেয় টেক্সাস অঙ্গরাজ্যের আর্ভিং শহরের ম্যাকআর্থার হাইস্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নাসার বিজ্ঞানী থেকে শুরু করে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও এ প্রতিক্রিয়ায় শামিল হয়েছেন।