প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন

স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ পরিষদের এবারের বিতর্কের মূল প্রতিপাদ্য ‘৭০ বছরে জাতিসংঘ-পদক্ষেপের জন্য নতুন অঙ্গীকার’। প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বাংলাদেশের পক্ষে বাংলায় বক্তব্য দেবেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী নিজ দপ্তরে বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনের মূল আয়োজন ২০১৫ পরবর্তী উন্নয়ন লক্ষ্য বা টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) চূড়ান্তভাবে গ্রহণ বিষয়ক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন। এছাড়া শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় হাই লেভেল সামিট অন পিস অপারেশনে যৌথ সভাপতিত্ব করবেন। ২৯ সেপ্টেম্বর ওবামার উদ্যোগে আয়োজিত লিডার্স সামিট অন কাউন্টারিং আইএসআইএল অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজমে যোগ দেবেন।