স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির একদল প্রতিনিধির নিয়ে যাওয়া এ শুভেচ্ছা কার্ড খালেদার পক্ষে গ্রহণ করেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন বিষয়টির নিশ্চিত করেছেন।