সম্মিলিতভাবে সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতিসভা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটি গতকাল বুধবার পরিচিতিসভায় মিলিত হয়। হোটের রয়েল ব্লু মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় জেলা যুবলীগ আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করার অনুরোধ জানান।

            এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী যুবলীগের চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে ও যুগ্মআহ্বায়ক মো. জিল্লুর রহমান জিল্লুর সঞ্চালনায় সকল সদস্যের উপস্থিতিতে পরিচিতিসভা অনুষ্ঠিত হয়। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বক্তরা থানা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী যুবলীগ গঠনের পক্ষে মতামত প্রদান করেন। আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্মআহ্বায়ক তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সকল নেতাকর্মীকে সংঘবদ্ধ হয়ে আদর্শের ভিত্তিতে কাজ করতে হবে। সংগঠনের আহ্বায়ক মো. ওবাইদুর রহমান চৌধুরী জিপু সমাপনী বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যপ্ত করেছেন তাতে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগ একাত্মতা ঘোষণা করেন এবং চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগ গঠনের জন্য জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে প্রাণঢালা অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য মতিয়ার রহমান মতি, অ্যাড. আবু তালেব, অ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ, আজিজুর রহমান বাবু, শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, আমজাদ হোসেন, আবুল হোসেন মিলন, গোলাম মোস্তফা লালা, আব্দুর রাজ্জাক, শেখ আসলাম আলী তোতা, জিয়া উদ্দীন বিশ্বাস, সোহেল রানা শাহীন, হযরত আলী (ফকিরপাড়া), খাইরুল বাশার শিপুল, সাদেকুর রহমান পলাশ, তরিকুল ইসলাম টুটুল, রফিকুল ইসলাম রাকু ও আসাদুজ্জামান সবুজ উপস্থিত ছিলেন।