ধোঁয়াশায় আচ্ছন্ন ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর

মাথাভাঙ্গা মনিটর: ইন্দোনেশিয়ার বনাঞ্চলের আগুনে সৃষ্ট ধোঁয়াশায় ঢাকা পড়েছে প্রতিবেশী দেশ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরও। ইন্দোনেশিয়ার সুমাত্রা ও বর্নিও দ্বীপে শুষ্ক মরসুমে বনাঞ্চল পুড়িয়ে বিস্তীর্ণ কৃষিজমি তৈরির কারণে ধোঁয়াশা প্রায় প্রতিবছরেরই সমস্যা। পেপার এবং পামওয়েল কোম্পানিগুলোকে এর জন্য দায়ী করা হয়। ধোঁয়াশার কারণে বায়ু দূষিত হয়ে পড়ায় ইন্দোনেশিয়ায় সুমাত্রার রিজাউ প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ওদিকে ইন্দোনেশিয়া থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ার কারণে মালয়েশিয়ায় বায়ুমণ্ডল আচ্ছন্ন হয়ে পড়ায় গতকাল মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরসহ এর আশপাশের রাজ্যগুলোতে স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সিঙ্গাপুরের বায়ুও ধোঁয়াশার কারণে দূষিত হয়ে পড়েছে।