কুয়েতে মসজিদে হামলার ঘটনায় ৭ জনের মৃত্যুদণ্ড

মাথাভাঙ্গা মনিটর: কুয়েতে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে অন্ততপক্ষে ২৭ জনকে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ওই ঘটনায় জড়িত থাকার দায়ে আরো আটজনকে দু বছর থেকে শুরু করে ১৫ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে ও অপর ১৪ জন বেকসুর খালাস পেয়েছেন। কুয়েত সিটির পূর্বে অবস্থিত সাদিক মসজিদে চালানো ওই হামলায় আরো ২২০ জন আহত হন। মসজিদের ইমামকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছিলো। ইসলামিক স্টেটের (আইএস) অনুমোদনপ্রাপ্ত একটি কুয়েতি গোষ্ঠী হামলাটির দায় স্বীকার করে। ওই একই দিন তিউনিসিয়া ও ফ্রান্সেও জঙ্গি হামলা চালানো হয় তবে হামলাগুলো পরস্পর সম্পর্কিত এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। মুসলমানদের পবিত্র মাস রমজানে হামলাটি চালানো হয়। এর আগে পবিত্র ওই মাসে অনুসারীদের হামলা চালানোর আহ্বান জানিয়েছিলো আইএস। ফাহদ সুলেয়মান নামের এক সৌদি নাগরিক আত্মঘাতী হামলাটি চালিয়েছেন বলে জানায় কুয়েতি কর্তৃপক্ষ।