ঝিনাইদহের কালীগঞ্জে নারায়ণপুর গ্রামে পল্লী বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ নারায়ণপুর গ্রামে পল্লী বিদ্যুত সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এ কাজের উদ্বোধন করেন। এ সময় ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, ঝিনাইদহ পল্লী বিদ্যুতের প্রকৌশলী গোলাম মোস্তফা, এজিএম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। প্রায় ২৮ লাখ টাকা ব্যায়ে ২.৩৯৬ কিলোমিটার সংযোগের বিদ্যুত লাইনে ওই গ্রামের কয়েক হাজার পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হবে।

Leave a comment