জেলা গোয়েন্দা পুলিশের আলমডাঙ্গার হলুদপট্টিতে জুয়োর ডেরায় অভিযান : আটক ১৩

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ আলমডাঙ্গা বাজারের হলুদপট্টিতে জুয়ার ডেরায় অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে আটক করেছে। গতকাল মঙ্গলবার হলুদপট্টির আনিস ডাক্তারের পুরাতন বাড়িতে জুয়ো খেলা অবস্থায় আটক করে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা শহরের হলুদপট্টিতে আনিস ডাক্তারের পুরাতন বাড়িতে জুয়োর আড্ডায় অভিযান চালায়। এ সময় জুয়োর আড্ডা থেকে ১৩ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ৮ হাজার ৭শ ৬৮ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো আলমডাঙ্গা উপজেলার বক্সিপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে মনির হোসেন (৪০), একই গ্রামের বাদল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৩০), মৃত জোয়াদ আলীর ছেলে তারা মিয়া (৫৬), মৃত সিরাজুল ইসলামের ছেলে শাহাবুদ্দীন (৫৬), মৃত শামসুদ্দীনের ছেলে ফজলু মণ্ডল (৩৮), মৃত মঞ্জিল হোসেনের ছেলে রুহুল আমিন (৩৫), মৃত আবুল হোসেনের ছেলে নঈমুদ্দীন (৪০), কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের মৃত ইব্রাহীম মণ্ডলের ছেলে উসমান আলী (৪৫), আলমডাঙ্গার ডামোশ গ্রামের মৃত হাজারি বিশ্বাসের ছেলে আরিফুল (৩৪), এরশাদপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আশাবুল (৩০), আলমডাঙ্গা থানাপাড়ার মৃত আশিক খানের ছেলে মর্তুজা (৫৫), জগন্নাথপুরের দীদার আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও কোর্টপাড়ার সিরাজুল হকের ছেলে তুহিন (৩০)। জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাসের নেতৃত্বে এসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। পরে আলমডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় থানায় নিয়ে আসা হয়। এদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। আজ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।