মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার শুভ্রা দাস, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খাঁন আলো, জেলা তথ্য অফিসার এসএম রাহাত হাসনাত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ মো. আসকার আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহমেদ রুপক প্রমুখ।