পবিত্র ঈদুল আজহা ২৫ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার: আগামী ২৫ সেপ্টেম্বর সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। গতকাল সোমবার সারাদেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল বুধবার ১৪৩৬ হিজরি সনের জিলহজ মাস শুরু হবে। আর আগামী ২৫ সেপ্টেম্বর ১০ জিলহজ সারাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। গতকাল সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানান ধর্মমন্ত্রী মতিউর রহমান। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর। ২৩ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন বলে জানিয়েছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়। ইসলামে চন্দ্রবর্ষের যে মাসগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ তার অন্যতম জিলহজ মাস। এটি চন্দ্রবর্ষের দ্বাদশ মাস। এ মাসেই অনুষ্ঠিত হয় ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ। ঈদুল আজহা বা কোরবানিও এ মাসের গুরুত্বপূর্ণ আমল। এ মাসের প্রথম ১০ দিন অত্যন্ত ফজিলতের। হজের মাস হিসেবে এ মাসের ফজিলত ও তাত্পর্য আরো অনেক বেশি।
জিলহজ মাসের প্রথম দশকের ফজিলতপূর্ণ আমলের মধ্যে আছে- হজ ও উমরা পালন করা। হজ ইসলামের পঞ্চম রোকন।