দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল বিএ মাদরাসাটি নানা সমস্যায় জর্জরিত

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল বিএ মাদরাসাটি নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। শ্রেণিকক্ষের দেয়ালে ফাটল ধরেছে, শ্রেণিকক্ষের স্বল্পতা ও বেঞ্চের অভাবে বিঘ্নিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। মাদরাসাটি ১৯৭৫ সালে এলাকার ধর্মপ্রাণ ও শিক্ষানুরাগীদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। মাদরাসার শিক্ষাথীর সংখ্যা ৮৫০ জন। এ শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষ প্রয়োজন ২২টি। বর্তমানে রয়েছে ১৫টি। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের সঙ্কুলান না হওয়ায় পাঠদান চলে খোলা আকাশের নিচে। মাদরাসাটিতে নতুন ভবন নির্মাণসহ সমস্যা নিরসনে চুয়াডাঙ্গা-২ আসনের সংদস সদস্য হাজি আলী আজগার টগরের সুদৃষ্টি দেয়ার প্রয়োজন বলে মনে করে এলাকাবাসী।