আগুনের ফুলকি দেখিয়ে চমকে দিয়ে চম্পট

দামুড়হুদার কানাইডাঙ্গায় ছদ্মবেশী নারীর কেরামতি নিয়ে তোলপাড়

শরিফ রতন/এমআর কচি: চুয়াডাঙ্গা দামুড়হুদার কানাইডাঙ্গায় ছদ্মবেশী এক নারী কয়েকজনকে আগুনের ফুলকি দেখিয়ে সরে পড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এ নিয়ে নানা কল্পকাহিনীও রচিত হচ্ছে এলাকায়। গত কয়েক দিন ধরেই চলছে তা নিয়ে সরব আলোচনা। যদিও বিজ্ঞানমনস্ক সচেতনদের অনেকেই বলেছেন, জগতে কতো রকমেরই মানুষ আছে, যতো রকমের মানুষ, তার চেয়ে ঢের বেশি ধরিত্রীর ভেতরে বাইরে থাকা রকমারি পদার্থ। এর একেকটির ক্রিয়া একেক রকমের। কোনোটির বর্ণ মাটির মতো, অথচ পানির ছোঁয়া পেলেই জ্বলে ওঠে। ওরকম পদার্থ দিয়ে হাট-বাজারে এক শ্রেণির প্রতারকরা মজমা জমিয়ে সরলসোজা মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নেয় টাকা। এরকমই এক প্রতারক আগুনের ফুলকি দেখিয়ে সরলসোজা মানুষকে বোকা বানাতে শুরু করেছে চুয়াডাঙ্গা দামুড়হুদার কানাইডাঙ্গায়।
পাটকাঠি আর কুঞ্চির মাথায় আগুন ধরিয়ে চমকে দেয়া ছদ্মবেশী যুবতীকে নিয়ে কার্পাসডাঙ্গার কানাইডাঙ্গার ফকির হোসেনের ছেলে পল্লিচিকিৎসক হায়দার আলীতো রীতিমতো ঘাবড়ে গেছেন। তিনি ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, গত মঙ্গলবার বেলা ১২টার দিকে তার নিজ বাড়ির চেম্বারে বসে ছিলাম- এ সময় ২২ থেকে ২৩ বছরের এক নারী। বেশ ভুষায় পাগলী। অজ্ঞাত পরিচয়ের ওই নারী চেম্বারে এসে রুটি-কলা এনে দিতে বলে। রুটি-কলা না খেয়ে আমার প্রতি রেগে যায় এবং হাতে থাকা দু টুকরো পাটকাঠি আর এক টুকরো কুনচির মাথায় আগুন জ্বালিয়ে দেয়। এতে আমি চরমভাবে ভয় পেয়ে যাই। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে অজ্ঞাত যুবতী আমাকে ঘরের মধ্যে আসতে বলে। ঘরের মধ্যে এসে আমাকে নানা ভয় দেখাতে থাকে। আমার গায়ে কয়েকটা আগুনের ফুলকি ছুড়ে মারে এতে তার বাম হাতের তালু ঝলসে যায়। ভয় পেয়ে বড়ির বাইরে চলে এসে আমার ছোট ভাইকে ডাকি এ খবর পাড়ায় ছড়িয়ে পড়লে শ শ নারী-পুরুষ আমার বাড়ি এবং বাড়ির বাইরে ভিড় জমায়। এ সময় ওই নারী তাকে রাস্তায় গিয়ে গাড়িতে তুলে দেয়ার কথা বলে। তাকে রাস্তায় নামিয়ে দেয়া হলে নিরুদ্দেশ হয়।
ওই নারী একই গ্রামের জলিল মণ্ডলের ছেলে সিদ্দিক, মান্দারের ছেলে ইদ্রিসের বাড়িতে গিয়েও আগুন জ্বালিয়ে ভয় দেখিয়েছে। ঘটনাটি নিয়ে গোটা এলাকায় রীতিমতো তোলপাড় শুরু হলেও সচেতন যুবকদের অবশ্য অবাক করেনি। কারণ তারা বলেছে- অলৌকিক কিছু নয়। সবই লৌকিক। জগতে বহু পদের পদার্থ রয়েছে। ওসবের রকমারি ব্যবহারে বহু মানুষই প্রতারণার ফাঁদ পাতে। ছদ্মবেশী ওই নারী ঠিক তেমনটিই করতে চেয়েছে। অবাক হওয়ার কিছু নেই।