গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত এলাকা থেকে গতকাল সোমবার সন্ধ্যায় একটি ভারতীয় পিস্তল উদ্ধার করেছে বিজিবি। ভারত থেকে অস্ত্র আনার সময় বিজিবির ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় এক চোরাচালানী।
কুষ্টিয়া ৪৭-বিজিবি অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক আব্দুর রহিম জানান, ভারত থেকে অস্ত্র পাচার করে আনা হচ্ছে এমন গোপন সংবাদ পায় বিজিবি। এর ভিত্তিতে সহড়াতলা বিজিবি ক্যাম্পের একটি দল সীমান্তের ১৪২ নম্বর মেন পিলার এলাকার ৪ এস পিলার এলাকায় মাঠে অবস্থান করছিলো। এ সময় সহড়াতলা গ্রামের আয়ুব নবীর ছেলে চোরাচালানী মিল্টন হোসেন অস্ত্র নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশকালে তাকে আটক করতে ধাওয়া করে বিজিবির ওই দলটি। এ সময় সে অস্ত্র ফেলে পালিয়ে যায়। অস্ত্রটি গাংনী থানায় জমা দেয়ার পাশাপাশি পলাতক চোরাচালানী মিল্টনের নামে মামলা দায়ের করা হবে বলে জানায় বিজিবি।