আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানার ইনচার্জ মামুন-অর রশিদকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে খুলনা রেঞ্জের ডিআইজি গত পরশু এ নির্দেশ দেন বলে জানা গেছে। গতকাল সোমবার তিনি আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই মকবুল হোসেনকে দায়িত্বভার অর্পণ করেন।
জানা গেছে, গত ১০ জানুয়ারি তিনি আলমডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। মাত্র ৮ মাসের মাথায় গত রোববার তাকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। থানা পুলিশসূত্রে জানা যায়- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ মোতাবেক তাকে ক্লোজড করা হয়েছে। গতকাল সোমবার তিনি দায়িত্বভার আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই মকবুল হোসেনের নিকট অর্পণ করেন।