ইবি প্রতিনিধি: স্বতস্ত্র বেতন কাঠামোর দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা ক্লাস বর্জন করে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। ক্লাস বর্জন করলেও তারা বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা নিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে রোববারও ইসলামী বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এ উপলক্ষে গতকাল বেলা এগারটা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের নিচতলার করিডরে অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষকরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক এএইচএম আক্তারুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। বক্তব্যে এ সময় শিক্ষকরা শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা লাগাতার আন্দোলনেরও ঘোষণা দেন।
এদিকে পূর্ণ দিবস কর্মবিরতির জন্য কোনো বিভাগেই কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। তবে কয়েকটি বিভাগে পূর্ব নির্ধারিত চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।