যশোরে প্রতিমা ভাঙচুর মন্দিরের ক্ষতি সাধন

 

যশোর ব্যুরো: গত ১২ সেপ্টেম্বর শনিবার সদর উপজেলার আবাদকচুয়া শ্রী শ্রী মহাদেব মন্দিরে প্রতিমা কে বা কারা ভাঙচুর এবং মন্দিরের ক্ষতিসাধন করেছে। এ অভিযোগে মন্দিরের পুরোহিত ষষ্টি ঘোষাল বাদি হয়ে কোতয়ালী থানায় মামলা করেছেন।

অভিযোগে বলা হয়েছে, আবাদকচুয়া শ্রী শ্রী মহাদেব মন্দিরে মন্দিরে মনসা, গীতাচন্ডি, মা কালী ও শিবের মূর্তি ছিল। গত ১২ সেপ্টেম্বর সকাল ছয়টার দিকে মন্দিরে এসে দেখেন শিবের মূর্তি নেই, অন্য প্রতিমাগুলো এলোপাতাড়ি অবস্থায় রয়েছে। খোঁজাখুজির পর মন্দিরের প্রায়  দেড়শ গজ দূরে শিব ঠাকুরের মূর্তি  দু হাত এবং মাথা ভাঙা অবস্থায় পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়।