৫ দফা দাবি : যশোর- খুলনা অঞ্চলের ৭ পাটকলে লাঠি মিছিল

 

স্টাফ রিপোর্টার: পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরি ও বেতন পরিশোধসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের ৭ রাষ্ট্রায়ত্ত্ব পাটকলে লাঠি  মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদ ডাকে ৫ দিনের কর্মসূচির প্রথম দিনে রোববার সকালে খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় মাথায় লাল কাপড় বেঁধে হাতে লাঠি নিয়ে মিছিল বের করে এ  কর্মসূচি পালন করে প্রায় অর্ধলাখ শ্রমিক-কর্মচারী। শ্রমিকদের ৫ দফা বাস্তবায়নের দাবিতে খালিশপুর শিল্প এলাকার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলিম, ইস্টার্ন এবং নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই জুট মিলের শ্রমিকরা  সকাল সাড়ে ৯ টায় স্ব স্ব মিল গেটের সমবেত হন।  শ্রমিকরা মাথায় লাল কাপড় বেঁধে মিল গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। শ্রমিকদের বুক ফাটা স্লোগানে ভারী হয়ে ওঠে গোটা শিল্পাঞ্চলসহ আশপাশ এলাকা। খালিশপুরের প্লাটিনাম, ক্রিসেন্ট ও দিঘলিয়ার স্টার জুট মিলের আন্দোলনকারীরা মিছিল নিয়ে পৃথকভাবে পিপলস গোলচত্বর মোড়ে অবস্থান করেন। পরে ৪ পাটকলের শ্রমিকদের মিছিল একত্রিত হয়ে বিআইডিসি রোড় হয়ে নতুন রাস্তার খুলনা-যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে বিএল কলেজ রোড ঘুরে পুনরায় স্ব স্ব মিল গেটে এসে মিছিলটি শেষ হয়। পরে শ্রমিক নেতারা এক সমাবেশের আয়োজন করে। তবে খালিশপুরের খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকরা এ কর্মসূচিতে অংশ নেননি।

খালিশপুরস্থ ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও সিবিএ’র সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শাহ আলাম, মোল্লা আ. রশিদ, ইউনুস হাওলাদার, জাহিদ হোসেন জাহাঙ্গীর, চান মিয়া সেলিম, রুহুল কুদ্দুস রিপন, হামিদ ফরুক,  ইসমাইল হোসেন।

প্লাটিনাম জুবিলী জুট মিল গেটের সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান, শ্রমিকদল নেতা আবুল কালাম জিয়া, আশরাফ হোসেন, সহ-সভাপতি রুস্তুম আলী, শাহ আলম, মনির হোসেন, বেল্লাল হোসেন।
আটরা শিল্পাঞ্চল এলাকার আলীম জুট মিলের শ্রমিক সমাবেশ সভাপতিত্ব করেন সিবিএ’র সভাপতি আ. সালাম। ইস্টার্ন জুট মিলের সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএর সভাপতি মোঃ আলাউদ্দীন। নওয়াপাড়া শিল্পাঞ্চল এলাকার জেজেআই জুট মিলের শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএর সভাপতি আহসান উল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হারুন আর রশিদ মল্লিক, আলতাফ হোসেন, আইয়ুব আলী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ১৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় সকল শিল্প এলাকায় জেলা শহরে লাল পতাকা হাতে নিয়ে মিছিল, ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শ্রমিকদের সন্তাদের নিয়ে রাজপথে মানববন্ধন, ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্ব স্ব মিলের প্রধান কার্যালয় ঘেরাও এবং ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় শিল্পাঞ্চলে জনসভায় অংশ নিয়ে কর্মসূচি সফল করবে শ্রমিকরা।