স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ গতকাল রোববার বিকেলে আনন্দ মিছিল করেছে। বর্ণাঢ্য মিছিল থেকে আতশবাজি-পটকাও ফোটানো হয়। শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে সাংগঠনিক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনার পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গতপরশু ঘোষণা করেন। ২১ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপুকে। যুগ্মআহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। দুপুরের পর থেকেই কেদারগঞ্জ এলাকায় দলীয় নেতাকর্মীরা সমবেত হতে শুরু করেন। অপরদিকে পুলিশ জেলা শহরে বাড়তি প্রস্তুতি নিতে থাকে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকেল ৫টার দিকে বিশাল মিছিলটি কেদারগঞ্জ থেকে শুরু করে। শহীদ হাসান চত্বর হয়ে শহীদ আবুল কাশেম সড়ক ধরে এগুনোর সময় বালিকা বিদ্যালয়ের সামনে পুলিশি বাধার মুখে পড়ে। মিছিলটি শহীদ হাসান চত্বরে ফিরে মুক্তমঞ্চে সমাবেশে আহ্বায়ক ও যুগ্মআহ্বায়ক বক্তব্য রাখেন। মঞ্চে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্যরা। সদ্য গঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- মতিয়ার রহমান মতি, অ্যাড. আবু তালেব, অ্যাড. তছলিম উদ্দীন ফিরোজ, মো. আজিজুর রহমান বাবু, শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, আমজাদ হোসেন মিলন, গোলাম মোস্তফা লালা, আব্দুর রাজ্জাক, শেখ আসলাম আলী তোতা, জিয়া উদ্দীন বিশ্বাস, সোহেল রানা শাহীন, হযরত আলী, হাফিজুর রহমান কালু, খায়রুল বাশার শিপলু, সাদেকুর রহমান পলাশ, তরিকুর ইসলাম টুকুল, রফিকুর ইসলাম ও আসাদুজ্জামান সবুজ।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আনন্দ মিছিলে আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মো. শাহীন, খাসকররা ইউপির সাবেক চেয়ারম্যান তাফসির আহেম্মদ লাল, জীবননগর উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আব্দুস সালাম ঈশা, যুগ্মআহ্বায়ক মো. মজিবুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. ইউসুফ, যুগ্মআহ্বায়ক মো. ছোট, চিৎলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শফিউর রহমান, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান লালন, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক মো. সুজন, গাংনী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. টোকন, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাবান, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহম্মেদসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনাসভাটি পরিচালনা করেন নবগঠিত কমিটির সদস্য অ্যাড. তছলিম উদ্দীন ফিরোজ।