স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার ভোররাতে যশোরের শার্শা উপজেলার হাড়িখালি যদুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক সাইফুল ইসলাম (২৮) কওছার আলী সরদারের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, ওই গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী রাশিদা বেগমের একটি মোবাইলফোন হারিয়ে যায়। সন্দেহ করে গতকাল রোববার ভোর রাতে এলাকার ১০-১২ জন যুবক সাইফুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা তাকে বেদম মারপিঠ করে। এ সময় প্লাস দিয়ে তার হাতের নখ তুলে ফেলার চেষ্টা করা হয়। তার গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
নিহতের বোন মঞ্জিলা বেগম জানান, তার ভাইকে মারধর করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে তারা সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ৮টার দিকে সাইফুল মারা যায়। খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।